
নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে গত ১ ডিসেম্বর নিবন্ধনকৃত ছাত্রছাত্রী মেধাক্রম অনুসারে স্কুলের ৮টি ডিসিপ্লিনের খালি আসনে ভর্তি করা হবে।
আগামী ২৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্থাপত্য, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও পরিসংখ্যান ডিসিপ্লিনে মেধাক্রম অনুসারে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
রোববার সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।