
বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, বান্টি সাজদেবের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখাও গেছে। এমনকি বাগদান করবেন এমন খবরও প্রকাশিত হয়েছে। ইত্তেফাক সিনেমার রিমেকের পর সোনাক্ষী নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ না হলে সেই গুঞ্জন আরো জোড়ালো হয়।
তবে খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন না সোনাক্ষী। বিয়ের গুঞ্জন সম্পূর্ণ অস্বীকার করেছেন এ অভিনেত্রী। এমনকি এ মুহূর্তে কারো সঙ্গে প্রেমও করছেন না বলে জানান তিনি। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘খুব শিগগির বিয়ের সম্ভাবনা নেই। এমনকি কী ধরনের ব্যক্তিকে বিয়ে করব এও জানি না। মানুষকে বলতে দিন, মানুষ তো বলবেই, মানুষের কাজই হচ্ছে বলা।’
সোনাক্ষী সিনহা অভিনীত পরবর্তী সিনেমা নূর। সিনেমায় সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন সানহিল সিপ্পি। আগামী ২১ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।