নিজস্ব প্রতিবেদক, খুলনা : বিভিন্ন ধরনের মুখোশ, প্যাঁচা, রূপকথার দৈত্য, বিভিন্ন চরিত্র, হাতি, ঘোড়া, হরিণ নানা রঙের ফেস্টুনসহ বর্ণিল সাজে মেতেছে খুলনাবাসী। প্রাণের এ উচ্ছ্বাস বৈশাখ বরণের।
এ সবের সঙ্গে আছে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ নারী-পুরুষের মুখাবয়বসহ নানা সাজ।
ভোর থেকে শুরু হওয়া নানা আয়োজন দিনব্যাপী চলবে।
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে নব সাজে সেজেসে শিল্প নগরী খুলনা। পুরো নগরী ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সামাজিক-সাংস্কৃতিক, সাহিত্যিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এর আগে সকাল ৭টায় নগরীর শিববাড়ি মোড় থেকে অফিসার্স ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বৈশাখ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সাড়ে ৭টায় জেলা প্রশাসকের বাংলোর বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পান্তা উৎসবে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ এবং জেলা প্রশাসক নাজমুল আহসানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং তাদের পরিবার-পরিজন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকাল পৌনে ৭টায় ক্যাম্পাসে মেলার উদ্বোধন করা হয়। পৌনে ৮টায় শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্বর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব চলছে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিক শো, নাগরদোলা ইত্যাদির আয়োজন রয়েছে।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া বেলা ৩টায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
খুলনা শিশু একাডেমির আয়োজনে চলছে শিশু আনন্দমেলা, শিশু নাট্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব।
এদিকে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ উৎসবে নাশকতা বা অপ্রীতিকর ঘটনা রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশের মহানগর বিশেষ শাখা (সিটিএসবি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে সাদা এবং ইউনিফর্মে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৈশাখী আয়োজনে কঠোর নজরদারি করছে।


