খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার ভোরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবার রাতে বাড়ির কাছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কালা হাবিবসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।