খুলনার তেরখাদে ডাকাতি,নিহত ১

খুলনার তেরখাদা উপজেলার আড়পাঙ্গাশীয়া গ্রামের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দলকে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়ে গৃহকর্তা জামাল শেখ নিহত হয়েছেন।

খুলনার পুলিশ সুপার এস এম সফিউল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের আড়পাঙ্গাশীয়া গ্রামে গতকাল শুক্রবার শেষরাত ৩টার দিকে জামাল শেখের বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ি থেকে নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। গৃহকর্তা বাধা দিলে তাঁকে ছুরিঘাকাত করা হয়।

ছুরিকাঘাতে আহত জামাল শেখকে খুলনা মেডিকেল কলেজে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জামাল শেখকে মৃত ঘোষণা করেন।