খুলনার ১৫৮ গির্জায় বড় দিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা নগরীসহ নয় উপজেলার ১৫৮ গির্জায় রোববার নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপন করা হচ্ছে। কেক কেটে এ সব অনুষ্ঠানের সূচনা করা হয়।
বড় দিন উপলক্ষে প্রার্থনা, ক্রিসমাস ট্রি ও ইস্টার সানডে এবং শুভেচ্ছা বিনিময় করা হয়।
খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সূত্র জানান, খুলনাঞ্চলের প্রধান প্রধান গির্জা সেন্ট যোসেফস ক্যাথিড্রাল চার্চ, সোনাডাঙ্গা প্রভু যিশুর গির্জা, বানরগাতি চার্চ অব বাংলাদেশ, ফুলবাড়ী গেট, মহেশ্বরপাশা, পাবলা, মতিয়াখালী, গল্লামারী, রূপসা উপজেলার তিলক, জয়পুর, বটিয়াঘাটা উপজেলার জলমা, বয়ারডাঙ্গা, হোগলাডাঙ্গাসহ বিভিন্ন গির্জায় বড় দিন উদযাপন করা হয়েছে।
সকাল ৮টায় নগরীর অধিকাংশ চার্চে প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে প্রথম প্রহর রাত ১২টায় সেন্ট যোসেফস ক্যাথিড্রাল চার্চ, সোনাডাঙ্গা বিশপ চার্চ, মুজগুন্নি সেন্ট মেরিচ ও বানরগাতি চার্চ অব বাংলাদেশে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


