নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় দিকে নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের আকমানের মোড়ের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় লোকজন লাইন বিলপাবলা খালের মধ্যে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে আড়ংঘাটা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার শেখ হিলাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার ভোরের দিকে গুলি করে হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হয়। তার মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।