খুলনা : খুলনায় একটি ওয়ান শ্যুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া একটায় নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে খুলনা থানা পুলিশ তাদের আটক করে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ নগরীর পিটিআই মোড় এলাকায় অবস্থান নেয়। দুপুর একটার দিকে তারা সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ তাদেরকে ধাওয়া করে। একপর্যায়ে টুটপাড়া সেন্ট্রাল রোডের মাথায় পুলিশ তাদেরকে ধরে ফেলে। তাদের তল্লাশি করে আরিফের (২১) কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, শামীম (২২) ও সোহাগের (২৩) কাছ থেকে ১টি থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।
তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি (খুলনা মেট্রো-ল-১১-৭৩৪১) জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, তারা পেশাদার সন্ত্রাসী। আটক শামীম নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকার আবদুর রশিদের ছেলে। সোহাগ একই এলাকার খ্রিস্টান গলির সেকেন্দার আলীর ছেলে ও আরিফ রুপসা জয়পুর জহরের বটতলার আবদুর জব্বারের ছেলে।