
নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার নতুন বাজার এলাকার একটি বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১২টি ঘর।
রোববার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে নতুন বাজার চরসংলগ্ন বস্তির নিজাম গলি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশ্ববর্তী ইয়াকুব গলিতেও ছড়িয়ে পড়ে। দুটি বস্তির ১০ থেকে ১২টি ঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া আগুনে ওয়াপদা সড়কের বিপ্লব ফিশ, শিমুল ফিশ, জুবায়ের ফিশ, আলী ফিশ, শাজাহান ফিশসহ কয়েকটি মাছের ঘরও পুড়ে যায়। চুলা থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে বয়রা, টুটপাড়া, খালিশপুর এবং দৌলতপুর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপপরিচালক এবিএম ফেরদৌস জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরুপন করা সম্ভব হচ্ছে না।