নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় মহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার বিল পাবলা এলাকার একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মহিদুল ইসলাম নগরীর দেয়ানা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ছোট ভাই।
দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, রোববার সন্ধ্যায় মহিদুল ইসলাম বিল পাবলায় তার মাছের ঘেরে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম খান বলেন, হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।