খুলনায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা নগরীতে সাইদুর রহমান হাওলাদার (২৫) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর জোড়াগেট পেট্রোল পাম্পের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিৎ কুমার দাস বলেন, ‘যুবলীগ কর্মী সাইদুর রহমান জোড়াগেটে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ৪/৫ জন দুর্বৃত্ত জোড়াগেট পেট্রোল পাম্পের সামনে সাইদুরকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাদক কেনাবেচা সংক্রান্ত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিহত সাইদুর রহমান নগরীর ৭নং ঘাট এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে।’

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি বুলু বিশ্বাস বলেন, ‘সাইদুরকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরাই কুপিয়ে হত্যা করেছে। সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

উল্লেখ্য, এর আগে শনিবার নগরীর আমতলা এলাকার নর্থ খাল ব্যাংক রোডে হারুনুর রশিদ সুমন নামের অপর এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।