খুলনা : খুলনার অভিজাত বেসরকারি চিকিৎসা কেন্দ্র গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমানসহ (৫৯) পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবৈধ ব্লাড ব্যাংক পরিচালনা, প্রয়োজন না হলেও রোগীকে আইসিইউতে রেখে মোটা অংকের অর্থ আদায়, প্যাথলজি রিপোর্টে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ান স্বাক্ষর করা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজি পরীক্ষার কেমিক্যাল) ব্যবহারের অভিযোগে ওই জরিমানা করা হয়।
বুধবার দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই দণ্ড প্রদান করেন।
র্যাব-১’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহম্মেদ অভিযানের নেতৃত্ব দেন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমানসহ অভিযুক্ত অন্যরা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক (হাসপাতাল) ডা. সুভাষ কুমার সাহা (৬২), উপপরিচালক (প্রশাসন) ডা. এবিএম মাহবুবুল হক (৬৩), প্যাথলজি ইনচার্জ জেমস তরুণ সরকার (৮১) ও ল্যাব টেকনিশিয়ান মো. বাহারুল ইসলাম (২৫)।
র্যাবের সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১ এবং র্যাব-৬’র দুটি দল গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার দুপুর সাড়ে ১২টায় অভিযান শুরু করে। অভিযানকালে হাসপাতালের ছয়তলার প্যাথলজি থেকে ২৩ ব্যাগ রক্ত, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টসহ (প্যাথলজি পরীক্ষার কেমিক্যাল) অন্যান্য ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে টেকনিশিয়ান স্বাক্ষর করা প্যাথলজি রিপোর্ট উদ্ধার করা হয়।