খুলনা : খুলনায় সৈকত হাসান রোহান (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে নগরীর পিটিআই মোড়ে তাকে কুপিয়ে জখম করা হয়। রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রোহান খুলনার মজিদ মেমোরিয়াল (এমএম) সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কলেজ শাখার কর্মী ছিলেন। তিনি নগরীর মিস্ত্রিপাড়ার রুহুল আমিন পাইকের ছেলে। মাসখানেক আগে তিনি কারাগার থেকে বের হন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল হক জানান, রোহান বুধবার রাত ১১টার দিকে নগরীর পিটিআই মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
রোহানের বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।