খুলনায় তেল চোরাই সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় তেল চোরাই সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নৌকাভর্তি সাতটি ড্রামে ২৮০ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তারের পর তেল পাচারের অভিযোগে খুলনার দিঘলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এর আগে ভোরে ভৈরব নদের বার্মাশীল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দিঘলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের খুলনাস্থ ডিপোতে জ্বালানি তেল খালাসের (আনলোড) জন্য চট্টগ্রাম থেকে আসা তেল ট্যাংকার খুলনার বার্মাশীল ঘাট সংলগ্ন ভৈরব নদের মধ্যবর্তী স্থানে নোঙর ফেলে অবস্থান করছিল। এ সময় ট্যাংকারের কতিপয় অসৎ স্টাফের যোগসাজশে স্থানীয় তেল চোরাই সিন্ডিকেটের সদস্যরা ট্যাংকার থেকে তেল চুরি করে ড্রামে ভরে বার্মাশীল ঘাটে আনছিলেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সিন্ডিকেটের চার সদস্যকে হাতে-নাতে গ্রেপ্তার করে। তারা হলেন- নৌকা চালক মোস্তফা, গোলাম রহমান কচি, সুমন ও মিরাজ।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত তেলের মূল্য অনুমানিক দাম ২৫ হাজার টাকা। এ ঘটনায় এসআই মোস্তাক বাদী হয়ে গ্রেপ্তারকৃত চারজনসহ ছয়জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

এর আগেও র‌্যাব-পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে তেল চোরাই সিন্ডিকেটের অনেক সদস্যকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার করে। এ সব ঘটনায় থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। কিন্তু চোরাকারবারিরা জামিন নিয়ে পুনরায় একই কাজ করেন। চোরাই সিন্ডিকেটের সদস্যরা প্রত্যেকেই তেল চুরির একাধিক মামলার আসামি।