
নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় পুকুরে ডুবে সূচনা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার রূপরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সূচনা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
সূচনা রূপরামপুর গ্রামের সুভাষ জোয়ার্দারের মেয়ে।
স্থানীয় রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শাকুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।