নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় বঙ্গবন্ধু ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ জন্য খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীর তীরে মাথাভাঙা ও জাবুসা মৌজায় ৩৫ দশমিক ৮৬ একর জমি চিহ্নিত করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ প্রস্তাবিত বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে প্রস্তাবিত এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, পানি উন্নয়ন বোর্ড, পিডব্লিউডি ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু ইকোপার্ক বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। এখানে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে। কাজের সংস্থানসহ বিবিধ উপার্জনের পথ খুলবে। প্রস্তাবিত জমির ভেতর অবৈধভাবে বসতি স্থাপন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জমির আশেপাশে বৈধভাবে অবস্থানরত কাউকে উচ্ছেদ করা হবে না।
সভায় বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বলেন, ইকোপার্ক নির্মিত হলে শুধু খুলনার মানুষই উপকৃত হবে না, সারাদেশ থেকে বহু মানুষ বিনোদনের জন্য এখানে আসবে।


