খুলনায় বাস খাদে, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার টিপনা এলাকায় সাতক্ষীরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাস সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাসে করে ৬০ থেকে ৭০ জনের একটি দল সাতক্ষীরার মুন্সীগঞ্জে ফিরছিলেন। বাসটি খুলনার ডুমুরিয়ার নতুন রাস্তায় পৌঁছে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পার্শ্ববর্তী ৫/৬ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

নিহতরা হলেন- গোলক মিস্ত্রী, লাল্টু সরদার, রাজেশ সরকার ও কৃ্ষ্ণ। এদের বাড়ি সাতক্ষীরার মুন্সীগঞ্জ এলাকায়।নিহতদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, বাসটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। তা ছাড়া বাসের ছাদেও যাত্রী নেওয়া হয়েছিল।