নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার র্যাব-৬ একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একজনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুরে খুলনাস্থ র্যাব-৬ এর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার লে. এ এম এম জাহিদুল কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সোমবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা বাজারের সামনে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি মো. তাজিবর রহমানকে ৪২ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ির রান্না ঘর থেকে চার বস্তায় ভর্তি ১০০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গী ফারুক ও জহুর গাজী পালিয়ে যায়।
এ এম এম জাহিদ জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।