নিজস্ব প্রতিবেদক, খুলনা : ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত নামে।
মঙ্গলবার একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো।
কালো ব্যাজ ধারণ করে আসা সর্বস্তরের মানুষের হাতে ছিল ফাগুনে ফোটা ফুলের স্তবক, কণ্ঠে বিষাদমাখা চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…।’
একুশের প্রথম প্রহর থেকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্যরা, খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।