খুলনায় স্ত্রী হত্যা মামলায় স্বামী মৃত্যুদণ্ডের আদেশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় স্ত্রী হত্যা মামলায় স্বামী শেখ মিরাজুল ওরফে আমানুল্লাহকে (২৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ আদেশ দেন।

শেখ মিরাজুল পলাতক রয়েছেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কাশবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। খুলনা মহানগরীর নতুনবাজারস্থ চর এলাকায় তিনি বসবাস করতেন।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০১০ সালের ২৮ জানুয়ারি হোসনে আরাকে তার স্বামী  মিরাজুল শেখ শীল দিয়ে মাথায় আঘাত করেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই নান্নু শিকদার বাদী হয়ে মিরাজুলকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি মিরাজুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।