দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা, সেবার মান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পথে আরো একধাপ উন্নতি হলো। সোমবার (১৩ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত আইনে অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা ২০২০’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। দেশের সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে।
প্রস্তাবিত নতুন এই মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনটি রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রণয়ন করা হয়েছে বলে জানা গেছে। ৫৫ টি ধারা সম্বলিত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনে বলা হয়েছে, বিভাগের অধীনে থাকা সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এবং চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।