
নিজস্ব প্রতিবেদক, খুলনা : বুধবার সকালে খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজার পিপরাইল সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খুলনায় হাত বোমাসহ জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী জানান, ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গায়েসুল আজম হাদীর নেতৃত্বে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলামসহ ২০-২৫ জন নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। অন্যরা পালিয়ে যায়।
এ সময় সেখান থেকে চারটি হাত বোমা ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে।