
খুলনা বিভাগের ১০ জেলায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৯৩ জনে। এর মধ্যে খুলনা জেলায় ৪১৬ জন এবং কুষ্টিয়ায় ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বিভাগে করোনা শনাক্ত করা হয়েছে আরও এক হাজার ৫৯১ জনের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন ৭৭২ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে খুলনার ১৪ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয় জন, নড়াইলের সাত জন, মাগুরার চার জন, ঝিনাইদহের তিন জন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ছয় জন, মেহেরপুরের পাঁচ জন রয়েছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৯৩ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২৯৯ জন।