ক্রীড়া ডেস্ক : বিপিএলের চলতি আসরের লিগ পর্যায়ের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স।
মিরপুরে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।
গেল ১৯ নভেম্বর প্রথম মুখোমুখি হয় ঢাকা ও খুলনা। প্রথম দেখায় ঢাকাকে ৯ রানে হারিয়েছিল খুলনা। আজও কী একই ঘটনা ঘটবে? নাকি ঢাকা সেই হারের প্রতিশোধ নেবে?
অবশ্য ইতিমধ্যে ঢাকা শেষ চারে তাদের আসন নিশ্চিত করেছে। অন্যদিকে খুলনার শেষ চারের টিকিট পাওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে। শেষ চারে যেতে হলে ঢাকার বিপক্ষে আজকের ম্যাচটি জেতার কোনো বিকল্প নেই তাদের।
১১ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে খুলনা টাইটান্স। অন্যদিকে ১১ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা।
চলুন দেখে নিই লিগ পর্যায়ের শেষ ম্যাচে কেমন হতে পারে খুলনা টাইটান্স ও ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ।
খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ :
১. রিকি ওয়েসেলস
২. হাসানুজ্জামান
৩. আব্দুল মজিদ
৪. মাহমুদউল্লাহ রিয়াদ
৫. নিকোলাস পুরাণ
৬. আরিফুল হক
৭. শুভাগত হোম
৮. বেনি হওয়েল
৯. জুনাইদ খান
১০. শফিউল ইসলাম
১১. মোশাররফ হোসেন।
ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ :
১. মেহেদী মারুফ
২. এভিন লুইস
৩. নাসির হোসেন
৪. মোসাদ্দেক হোসেন
৫. আলাউদ্দিন বাবু
৬. আন্দ্রে রাসেল
৭. সাকিব আল হাসান
৮. রন্সফোর্ড বিটন
৯. ডোয়াইন ব্রাভো
১০. সানজামুল ইসলাম
১১. আবু জায়েদ।