খুলনা জেলায় এসএসসি পরীক্ষায় বসবে ৩০৫৭২ জন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : এ বছর খুলনা জেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ৩০ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে।

সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে খুলনা জেলা প্রশাসন ২৩ দফা সিদ্ধান্ত নিয়েছে।

জেলা প্রশাসনের সূত্র জানান, এবারের এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ৩২০ জন, দাখিল পরীক্ষায় ৩ হাজার ৬৬ জন এবং এসএসসি ভোকেশনালে ২ হাজার ১৮৬ জন অংশ নিচ্ছে। এ জেলায় ৬৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের অন্যতম হলো- কেন্দ্রে সর্বস্তরের জনপ্রতিনিধি, ছাত্রনেতা ও স্থানীয় রাজনীতিকদের প্রবেশের সুযোগ না দেওয়া, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ না করা, প্রশ্নপত্র খোলার সময় কেন্দ্র সচিবকে উপস্থিত থাকা, ট্রেজারি থেকে কেন্দ্র পর্যন্ত প্রশ্নপত্র বহনে নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।

সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভিজিলেন্স টিম গঠন করেছেন। উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।