নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সীমান্তের কাঞ্চনপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সকালে লোকমুখে জানতে পারি- কাঞ্চনপুরে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ রাস্তার পাশে পড়ে রয়েছে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


