
ক্রীড়া ডেস্ক : মাশরাফির বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। তামিম পিঠের ব্যথায় ভুগছেন। সে কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না তার। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের অভিষেক হওয়ার কারণে তাসকিন আহমেদকে সাইড বেঞ্চে বসানো হয়েছে।
তামিম ইকবাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্যরানে আউট হন। অন্যদিকে তাসকিন আহমেদ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ১টি উইকেট নেন।