জ্যেষ্ঠ প্রতিবেদকঃ রাজশাহীতে পানিতে ডুবে রাজ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজ ওই এলাকার মিরাজ হোসেনের ছেলে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাজের বাড়ির পাশেই পুকুর আছে। ওই পুকুরের পাশেই খেলছিল সে। দুপুর ১টার দিকে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনাবশত পুুকুরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। এ জন্য পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।