নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের পাশেই রয়েছে প্রতিবন্ধীদের জন্য উন্মুক্ত খেলার মাঠ। মাঠে সাইনবোর্ড থাকলেও মাঠ উন্মুক্ত নেই। চারপাশে বাউন্ডারি দিয়ে আটকানো। রয়েছে লম্বা ঘাস ও বিভিন্ন লতাগুল্ম। মাঠে রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাইনবোর্ড। এ বিষয়ে ফেসবুক লাইভে এসে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা প্রধানমন্ত্রী তনয়া শেখ সায়মা ওয়াজেদ পুতুলের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জানাজার পর সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম প্লাজার কোনায় অবস্থিত মাঠের সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে লাইভ করেন সুমন।
লাইভে তিনি শেখ সায়মা ওয়াজেদ পুতুলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জাতীয় সংসদের পাশেই এভাবে অসহায় প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত খেলার মাঠ দখল হলে আমরা লজ্জা পাই। যে সংসদে আমাদের পূজনীয় নেতারা রয়েছেন তার পাশেই এমন অনিয়ম বা মাঠ দখল দেখলে কিছুটা লজ্জা লাগে। এমন দৃশ্য বঙ্গবন্ধু দেখলে কষ্ট পেতেন। তিনি এ মাঠ দ্রুত দখলমুক্ত করে প্রতিবন্ধীদের কাছে ফিরিয়ে দেয়ার অনুরোধ করেন।


