জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনেই ঘটল অঘটন। ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিকেটার।
আজ খুলনায় স্বাগতিকদের সঙ্গে বরিশালের ম্যাচের প্রথম সেশনের খেলা চলছে। সেখানে ১৯তম ওভারের একটু পর ঘটে ঘটনাটা। বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি।
সঙ্গে সঙ্গে তার কাছে দৌড়ে যান খুলনার খেলোয়াড় সৌম্য সরকার। তাকে এরপর স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। যদিও শেষমেশ তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি।
প্রচণ্ড গরমে ফিল্ডিংয়ের সময় ফজলে মাহমুদ অসুস্থ বোধ করেন। হঠাৎ চোখে ঝাপসা দেখছিলেন তিনি, সঙ্গে শরীরও অবশ লাগছিল তার। সে কারণে জ্ঞান হারিয়েছিলেন তিনি।
তবে হাসপাতালে রাব্বি নিজেই যেতে চাননি। ম্যাচ রেফারিকে তিনি জানান তিনি ভালো বোধ করছেন। সে কারণে ড্রেসিংরুমেই বিশ্রামের ব্যবস্থা করা হয় তার। খানিকটা সুস্থ বোধ করলেও রাব্বিকে আর মাঠে নামানো হয়নি।
দেশের ক্রিকেটে গেল মার্চ মাসে বিশাল আলোড়নই তুলেছিলেন তামিম ইকবাল। ম্যাচ চলাকালে তিনি হার্ট অ্যাটাক করে বসেছিলেন। সে যাত্রায় তিনি বেঁচে বর্তে ফিরেছিলেন। তার মতো কিছু না হলেও মাঠে জ্ঞান হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন রাব্বিও।


