খেলা হবে, হুইলচেয়ারে বসে মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুক্রবার বাড়ি ফিরে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছিলেন, ‘আঘাত, যন্ত্রণা সবকিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছনো আমার কাছে বেশি জরুরি।’

পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। খবর এনডিটিভি অনলাইনের।

রোববার এক রোড শো শেষে কলকাতার হাজরা এলাকায় ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি হাঁটতে পারছি না, শরীরটাও ভালো নেই। কিন্তু আমি বেড রেস্ট নিলে মানুষের কাছে পৌঁছাবে কে? আমাকে তাই বেরোতেই হবে।’

হুইল চেয়ারে করেই রোড শোতে অংশ নেন মমতা বন্দোপাধ্যায়। হাজরার জনসভায় বক্তৃতা দেওয়ার সময়ও বসেছিলেন হুইল চেয়ারেই।

‘সবসময় মানুষের অধিকারের জন্য লড়াই করেছি। লক্ষ্য থেকে এক মূহুর্তের জন্যও বিচ্যুত হইনি, মাথা নত করিনি। ভাঙা পা নিয়েই সারা বাংলায় ঘুরে বেড়াব, খেলা হবে। আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। অশুভের পতন হোক, জয় হোক শুভশক্তির।’

আগামী ২৭ মার্চ থেকে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল সভানেত্রী। একই আসনে বিজেপির টিকিটে লড়ছেন মমতা বন্দোপাধ্যায়ের এক সময়ের ‘ডান হাত’ নামে পরিচিতি পাওয়া সাবেক তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীও।

গত ১০ মার্চ হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে নন্দীগ্রাম যান মমতা বন্দোপাধ্যায়। সেখানে রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে চার পাঁচজন ব্যক্তির ধাক্কায় পড়ে গিয়ে বাঁ পায়ে গুরুতর আঘাত পান তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়। তারপর দ্রুত সেখান থেকে কলকাতায় নিয়ে এসে তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেছিলেন। সেই প্লাস্টার খুলে শুক্রবার ফের পরীক্ষার পরে আরও একটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’।

চিকিৎসকেরা আরও ৪৮ ঘণ্টা তাকে হাসপাতালে রাখতে চেয়েছিলেন; অন্তত ৭ দিন বিশ্রামের পরামর্শও দিয়েছিলেন। কিন্তু মমতা কিছুটা জোর করেই বাড়ি ফিরে যান। তাকে ৭ দিনের পর তাকে ফের পরীক্ষা করার কথা রয়েছে চিকিৎসকদের।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুক্রবার বাড়ি ফিরে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছিলেন, ‘আঘাত, যন্ত্রণা সবকিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছনো আমার কাছে বেশি জরুরি।’

সূত্র: এনডিটিভি অনলাইন