খোঁজ মিললো ময়মনসিংহ শহরে জঙ্গি আস্তানার

মাহবুব রহমান: চট্রগ্রাম, সিলেট,মৌলভীবাজার ও কুমিল্লার জঙ্গি আস্তানা অভিযান কাটতে না কাটতেই আবার খোঁজ মিললো ময়মনসিংহ শহরে জঙ্গি আস্তানার। ময়মনসিংহ শহরে কালিবাড়ী সোহাগ পার্টী সেন্টারের বিপরীতে একটি দুতলা বিল্ডিংএ জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ, অভিযান চালিয়ে ৭ জঙ্গি আটক । মযমনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরে আলম এ ঘটনা নিশ্চিত করেন।

বিস্তারিত আসছে…….