বিনোদন ডেস্ক : সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী ও মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াত। তবে শোবিজ অঙ্গনের চাকচিক্য জীবন ছেড়ে হুট করেই ‘নান গায়া মাদার সোফিয়া’ হিসেবে নিজেকে সকলের সামনে পরিচয় দেয়া শুরু করেন।
সোফিয়া হায়াতের হঠাৎ ‘নান’ হয়ে যাওয়ার বিষয়টি সহজে হজম করতে পারেননি অনেকেই। এদিকে ‘নান’ হিসেবে জীবধারণের পর সকল প্রকার মেকআপ ও যৌনকার্য থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দেন তিনি। এমনকি স্তনের সিলিকনও অপসারণ করেন।
গত এপ্রিলে ইনস্টাগ্রামে তিনি তার একটি ছবি পোস্ট করেন। সেখানে ছবির ক্যাপশনে তার পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি লিখেন, ‘আমরা মেকআপ, হেয়ার কালার, ফ্যাশন ছাড়াই সুন্দর। আমরা যা তাই ঠিক। আমি নিজেকে পাল্টে ফেলেছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। গাইয়া সোফিয়া মাদার।’
তবে কিছুদিন যেতে না যেতেই আবারও খোলামেলাভাবে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের খোলামালো ভিডিও ও ছবি পোস্ট শুরু করেন তিনি। সম্প্রতি ফের নিজের খোলামেলা ছবি পোস্ট করেন সোফিয়া। ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে অন্তর্বাস পরা অবস্থায় দেখা গেছে তাকে।
সোফিয়ার এমন ছবি প্রকাশের পর থেকেই ছবির নিচে বিদ্রূপাত্মক মন্তব্য করতে থাকেন সবাই। অনেকে মন্তব্য করেছেন- এর মাধ্যমে নিজেকেই অপমান করছেন তিনি। এছাড়া ‘নান’ হওয়ার বিষয়টিকেও অনেকে তার কপটতা বলে উল্লেখ করেছেন।
২০১২ সালে ‘ভোগ ইতালিয়া’ তাকে ‘কার্ভি আইকন’ খেতাব দিয়েছিল। ২০১৩ সালে এফএইচএম ম্যাগাজিনের জরিপে ‘সেক্সিয়েস্ট উইমেন ইন দ্য ওয়ার্ল্ড’ তালিকায় ৮১তম হয়েছিলেন তিনি। ‘বিগ বস ৭’-এ অংশগ্রহণকারী ছিলেন সোফিয়া হায়াত। পাশাপাশি ক্যান্ডি ব্রার, আসিফ আজিম, আজাজ খান, বিবেক মিশ্রার সঙ্গে কাজ করেছেন তিনি। বলিউডের অন্যতম আবেদনময়ী মডেল ছিলেন তিনি। ‘বাজি : মেহমান নাওয়াজি কি’ শিরোনামের টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে তাকে।