খ্রিষ্টান বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে খ্রিষ্টান বৃদ্ধা মিলু গোমেজকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোমবার জয়নাল, পারভেজ ও নাইম নামের তিনজনকে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়নাল ছিল এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি ওই বাড়ির প্রাক্তন কেয়ারটেকার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অর্থ ও স্বর্ণালঙ্কারের লোভে তিনি এ ঘটনা ঘটান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।

গত শুক্রবার সকালে তেজগাঁও থানার আরজত পাড়ায় নিজ বাড়িতে ঢুকে মিলু গোমেজকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তার স্বামী হিউবার্ড অনীল গোমেজও আহত হন। তিনি আমেরিকান দূতাবাসের স্টোর শাখার প্রাক্তন স্টোর ম্যানেজার ছিলেন। নিহতের চার ছেলের মধ্যে তিনজন কানাডা ও একজন আমেরিকা প্রবাসী।