
জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দ্রুত শেষ করতে তৃতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার এই বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিচার কার্যক্রমের গতি নিয়েও সন্তুষ্ট।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, “সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনালও গঠন করা হবে।”
তিনি আরও বলেন, “মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন আমাদের বিচারক, প্রসিকিউশন ও তদন্ত টিম। দেশের ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আইনের শাসন ও মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য এই বিচার অপরিহার্য।”
জুলাই গণ-অভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা এবং হাজারও মানুষকে পঙ্গু করার ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য বলে উল্লেখ করেন তিনি।
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন পরিদর্শন করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা।