
মোঃ লিমন সরদার, গৌরনদী বরিশাল: বরিশালের গৌরনদীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টায় গৌরনদী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম শক্তি, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের উপর সরকারের বাহিনী, পুলিশ ও সেনা সদস্যরা পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। এরই প্রতিবাদে দেশব্যাপী গণঅধিকার পরিষদ আন্দোলন করছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন বন্ধ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সোলাইমান তুহিন, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক রাজন মৃধা, বরিশাল জেলা গণঅধিকার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা ।