গণঅভ্যুত্থানে আহতদের চাকরির প্রক্রিয়া শুরু

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি-বেসরকারি অফিসে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার থেকে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে জমা নেয়া হচ্ছে জীবন বৃত্তান্ত (সিভি)। এখন পর্যন্ত জমা পড়েছে ৫ শতাধিক আবেদন। প্রাথমিকভাবে, ২৬ তারিখ পর্যন্ত সিভি নেয়া হবে। যাচাই-বাছাই শেষে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে চাকরি প্রার্থীদের। শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন আন্দোলনে আহতরা।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’। গত ২০ জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করবে বিশেষ সেল। এর মধ্যে আহতদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে আবেদন।

কীভাবে হবে আহতদের পুনর্বাসন, কোন প্রক্রিয়ায় আবেদন যাচাই-বাছাই হবে এমন প্রশ্নের উত্তরে বিশেষ সেলের প্রধান হাসান ইনাম বলেন, এই পর্যন্ত আমাদের এখানে সাড়ে পাঁচশত সিভি জমা পড়েছে। মোটামুটি চিত্রটা দেখতে চায়- কত মানুষের চাকরি প্রয়োজন এবং কী পরিমাণ মানুষের পুনর্বাসন প্রয়োজন। আমরা বিভিন্ন ক্যাটাগরিতে সিভি আলাদা করে রাখছি। যেমন- মাস্টার্স, অনার্স, এইচ এসসি, এসএসসি। সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। আমরা প্রথমে সিভিগুলো একসঙ্গে করে তাদের সঙ্গে যোগাযোগ করবো। তাদের অধীনে যেসব মন্ত্রাণালয় রয়েছে, সেখানে কোনো ব্যবস্থা করা যায় কি না?

আন্দোলনে আহত ইয়াসিন এখন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-র সদস্য। তিনি জানান, যারা আন্দোলনে আহত হয়েছেন, তারা আমাদের সেলের অফিসিয়াল মেইলে সিভি পাঠাবেন। আমরা মূলত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটা ক্যাটাগরি করার চেষ্টা করছি। এ ছাড়াও ৭ দিনের একটা ক্যাম্পেইন করবো। পরে ফেব্রুয়ারির ১ থেকে ২ তারিখ থেকেই শুরু হবে নিয়োগের প্রক্রিয়া।