গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি: ওবায়দুল কাদের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এ লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নূর হোসেন স্কয়ারে গণতন্ত্র প্রাতিষ্ঠার আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওয়াদুল কাদের বলেন, গণতন্ত্র কোনো ম্যাজিক্যাল ট্রান্সফর্মেশন নয় যে, রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার করার জন্য লড়াই করেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন গণতন্ত্রের ক্ষতি করেছিল। বিরোধী দলে থেকেও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে। আন্দোলনের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এখন আমরা শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র মুক্তি পেয়েছে, শৃঙ্খলমুক্ত হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেতে বাংলাদেশে অনেক প্রতিবন্ধকতা আছে। বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। বিএনপি নিজেরা প্রতিজ্ঞা করুক তারা আর আগুনসন্ত্রাস করবে না। এই প্রতিজ্ঞা তারা মাঠে বাস্তবায়ন করুক। বিএনপির সমাবেশে তাদের নেতাকর্মীদের কেন লাঠি নিয়ে বের হতে হয়? জাতীয় পতাকা লাঠির মাথায় বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আরেক ধরনের সন্ত্রাস, এ সন্ত্রাস বন্ধ করতে হবে।