গণপরিবহন শূন্য হয়ে পড়ায় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে গণপরিবহন শূন্য হয়ে পড়ায় রাজধানীতে চলছে বেশ কিছু সরকারি মালিকাধীন বিআরটিসির বাস।

কিন্তু বিআরটিসির এসব বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। গুলিস্তান থেকে নবীনগর ৫০ টাকা ভাড়া হলেও ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। গাবতলী ৩০ টাকা ভাড়া হলেও ৬০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।

বুধবার রাজধানীর গুলিস্তান, পল্টনে একাধিক যাত্রী এ অভিযোগ করেন।

গুলিস্থানে কথা হয় রাজধানীর শ্যামপুরের বাসিন্দা আব্দুল্লাহ বিন হাফিজের সঙ্গে। তিনি বলেন, ‘গুলিস্তান থেকে নবীনগর ৫০ টাকা। কিন্তু ১০০ টাকা করে আদায় করছে বিআরটিসি।’

বাড়তি ভাড়া আদায়ের কারণ জানতে চাইলে গাড়ির কন্ডাক্টর বলেন, ‘রাস্তায় চাঁদা দিতে হবে। এ ছাড়া ঝুঁকি নিয়ে গাড়ি চালানোর কারণে বাড়তি টাকা নেওয়া হচ্ছে।’

বংশালের বাসিন্দা সোহাগ বলেন, ‘আমার এক আত্মীয় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তাকে দেখতে যেতে গুলিস্তান এসে দেখি কোনো গাড়ি চলছে না। একটু সামনে এগিয়ে দেখি বিআরটিসির দ্বিতলা বাস চলছে। গাড়ির সামনে গেলে ৪০ টাকার ভাড়া ১৫০ টাকা চাওয়া হয়। পরে দামাদামি করে ৮০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে গাড়িতে উঠি। টিকিটের গায়ে ৪০ টাকা লেখা আছে।’

তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষকে জিম্মি করে বাড়তি টাকা নিচ্ছে বিআরটিসি।’ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের ব্যাপারে বিআরটিসি বাসের সুপার ভাইজার রফিক হোসেন বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি। তবে কিছু যাত্রী খুশি হয়ে আমাদের ১০-২০ টাকা চা খেতে বেশি দিচ্ছেন। আমরা কারো কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছি না।’