
নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে সংলাপে বসেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জোট নেতা শেখ হাসিনা। সংলাপে বাম গণতান্ত্রিক জোটের ১৬ নেতা যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পলিটব্যুরো সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল।
এ ছাড়া আরও আছেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু ও সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুর রহমান বিশাল, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।
বাম গণতান্ত্রিক জোট সূত্রে জানা গেছে, বর্তমান সরকার পদত্যাগ করে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দলনিরপেক্ষ নির্বাচনকালীন তদারকি সরকার গঠন; তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু, কালো টাকা, পেশীশক্তি ও সাম্প্রদায়িক প্রচারণা রোধসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, ইভিএম ব্যবহার না করা, না ভোটের বিধান চালু, আরপিওর দল নিবন্ধনের অগণতান্ত্রিক শর্ত বাতিল, স্বতন্ত্র সদস্যদের নির্বাচনের জন্য ১% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের বিধান বাতিল করা এসব দাবি আলোচনায় গুরুত্ব পাবে।