গণমাধ্যমকর্মী আইন হলে গণমাধ্যমকর্মীরা সুরক্ষা পাবেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমকর্মী আইন হলে গণমাধ্যমকর্মীরা সুরক্ষা পাবেন। সরকার গণমাধ্যমের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। কমিটি চাইলে গণমাধ্যমকর্মী আইনে সংশোধন আনতে পারে। সাংবাদিকদের কল্যাণের জন্যই গণমাধ্যমকর্মী আইন। যেহেতু সাংবাদিকদের জন্য আইন, সে জন্য সাংবাদিকরা যেভাবে চাইবেন, সেভাবে হবে। আইন হলে গণমাধ্যমকর্মীরা সুরক্ষা পাবেন। বিধিমালা বিস্তৃত করতে পারবেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় সাংবাদিক নেতারাও বক্তব্য দেন।

তিনি বলেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে হবে। কে বা কারা সাংবাদিক হবেন, তার একটি নীতিমালা থাকা দরকার।

এ বিষয়ে প্রেস কাউন্সিলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, একটি ডেটাবেজ তৈরি করতে হবে। তাহলে সাংবাদিকতায় শৃঙ্খলা আনা সহজ হবে।

এ সময় বিএনপির বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সার্চ কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা করছে বিএনপি। বিএনপি নেতারা সবসময় সরকারের ব্যর্থতাই দেখেন, সফলতা দেখেন না। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।