নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমের প্রসারের কারণে দেশে দূর্নীতি কমে গেছে বলে অভিমত ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনী মিলনায়তনে সংগঠনটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা এখন অনেক সচেতন। বিশেষ করে সাংবাদিকদের স্বাধীনতা ও গণমাধ্যমের প্রসারের ফলে দেশে দুর্নীতি কমে গেছে। পাশাপাশি তারা আছে বলেই সরকার বেঁচে আছে।’
তিনি বলেন, ‘আমাদের সবার পাঠাভ্যাস বাড়াতে হবে। এ জন্য ডিআরইউতে বড় পরিসরে পাঠাগার দরকার। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিআরইউতে সমৃদ্ধ পাঠাগার তৈরি করতে আনুদান দিতে চাই। পরিমাণ কত সেটা বলতে পারব না, তবে সেটা বড় আকারেরই হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামাল ভূইয়া।