নিজস্ব প্রতিবেদক : টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সরকার, গণমাধ্যম ও জনগণের ঐক্যমত দরকার। সরকারকে জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধি ও গণমাধ্যম সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার রাজধানীতে টিআইবি’র মেঘমালা সম্মেলন কক্ষে আয়োজিত এসডিজি-১৬ ও সুশাসন: সরকার, গণমাধ্যম ও জনগণ শীর্ষক এক সংলাপে বক্তারা এ কথা বলেন।
বিশ্ব গণমাধ্যম দিবস ২০১৭ উপলক্ষে টিআইবি আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা।
সভাপতির বক্তব্যে ড. এ টি এম শামসুল হুদা বলেন, ‘সুশাসন বিষয়ক লক্ষ্য অর্জনে সরকার, গণমাধ্যম ও জনগণের মধ্য আন্ত:সম্পর্ক বিশ্লেষণপূর্বক একটি বাস্তবায়ন কাঠামো থাকা দরকার। সকল পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া চূড়ান্ত করে সে অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোর নৈতিকতার মান নির্দিষ্ট করে তা মেনে কার্যক্রম পরিচালিত হলে লক্ষ্য অর্জনে সামগ্রিকভাবে ব্যর্থ হবার ঝুঁকি হ্রাস পাবে।
সংলাপে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এসডিজি অবহিতকরণ থেকে বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ে সরকার ও জনগণের পাশাপাশি গণমাধ্যমের বিস্তৃত ভূমিকা রয়েছে। যা সামগ্রিকভাবে লক্ষ্যসমূহ অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিদ্যমান নানা ধরনের সামাজিক, রাজনৈতিক ও পেশাজনিত চাপ, হুমকি, অসহযোগিতা, বাধা-বিপত্তি, স্বআরোপিত সেন্সরশিপ ইত্যাদি মোকাবেলা করে গণমাধ্যম কর্মীদের এগিয়ে যেতে হবে। একই সঙ্গে সকল বাধা-বিপত্তি সরিয়ে গণমাধ্যমের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে জনগণ, বিশেষ করে এসডিজি প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সরকারকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গণমাধ্যমের করণীয় অংশে আলোচকবৃন্দ এসডিজি ১৬ সুশাসন সম্পর্কিত বিষয়ে ব্যাপকহারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া গণমাধ্যমের সুশাসন সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জ থেকে উত্তরণে গণমাধ্যমের এগিয়ে আসা ও রাজনৈতিক পক্ষপাতমুক্ত এবং নির্ভিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে এসডিজি ১৬’র সুশাসন সম্পর্কিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের করণীয় হিসেবে যা উঠে আসে এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সাংবাদিকদের জন্য যথার্থ তথ্য পাওয়ার ব্যবস্থা গড়ে তোলা; এসডিজি’র সুশাসন বিষয়ক ‘টেকনিক্যাল পরিভাষা’কে জনগণের সহজবোধ্য ভাষায় ছড়িয়ে দেওয়া; সুশাসনের চাহিদা সৃষ্টিতে গণমাধ্যমের তাৎপর্যময় ভূমিকা পালন এবং সরকারের উন্নয়ন যোগাযোগ কৌশল প্রণয়ন করা।
ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর, গণমাধ্যম বিশ্লেষক আফসান চৌধুরী, টিআইবি’র উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের।
অনুষ্ঠানে এসডিজি-১৬ ও সুশাসন: সরকার, গণমাধ্যম ও জনগণ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন টিআইবি’র আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক ড. রিজওয়ান-উল-আলম।


