গণ-অভ্যুত্থান দিবস এবং বাংলাদেশের ভবিষ্যৎ

আজ ৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস। গত বছর এই দিনে ছাত্র-জনতার অপ্রতিরোধ্য আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটে। বিশ্বে অনেক স্বৈরাচারী শাসকের জন্ম হয়েছে। কিন্তু শেখ হাসিনার মতো এমন জঘন্য মহিলা স্বৈরাচারী শাসক একজনও খুঁজে পাওয়া যাবে না। অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার লালসায় একজন মানুষ কতটা নির্মম ও নিষ্ঠুর হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে হাসিনা। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারি হাসিনা যখন-তখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে, বিশেষ করে হাসিনার সময়। মোটা দাগে মুক্তিযুদ্ধের দু’টি চেতনা ছিল। প্রথমত, জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা এবং দ্বিতীয়ত, সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য দূর করা। কিন্তু বিগত আওয়ামী লীগের শাসনামলে দেশের নির্বাচনব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। আর দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যাপক মাত্রায় দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে ফেলা হয়। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ২৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বিগত সরকারের মূল লক্ষ্য ছিল উন্নয়নের নামে অর্থ লোপাট করে তা পাচার করা।

১৯৯৬ সালে সম্মিলিত বিরোধী দলের আন্দোলনের মুখে বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে যে চারটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার সবগুলোই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সুষ্ঠু নির্বাচনের স্বীকৃতি অর্জন করে। কিন্তু ২০০৮ সালে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়লাভ করার পর থেকেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করার জন্য উদ্যোগী হন। পরে সরকারের অনুগত বিচার বিভাগকে ব্যবহার করে দ্বিধাবিভক্ত বিতর্কিত রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া হয়। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়য়ার আগেই জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার ফলে, বাংলাদেশের রাজনীতিতে অন্ধকার যুগের সূচনা হয়। জাতি নিমজ্জিত হয় হতাশার সাগরে। তিনি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতেন। তার দলেও কেউ কেউ বলতেন, আগামী ১০০ বছরেও আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। আওয়ামী লীগ সব সময়ই সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠিত হয়। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তিনটি নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পায়নি। একটা মানুষ ক্ষমতার জন্য কতটা নির্লজ্জ এবং নির্মম হতে পারে, হাসিনা তার বাস্তব প্রমাণ রেখে গেছেন।

গত বছর জুলাই মাসে শিক্ষার্থীরা যখন সরকারি চাকরিতে কোটা সুবিধা সংস্কারে দাবিতে আন্দোলন শুরু করে তখন শেখ হাসিনা শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনের ঘৃণ্য পন্থা অবলম্বন করেন।

আন্দোলনকারীদের প্রতি বিরূপ মন্তব্য করতে থাকেন। শেখ হাসিনা সরাসরি নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে আইন প্রয়োগকারি সংস্থার সদস্যরা মানুষ হত্যা করে। এমনকি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করা হয়। স্বাধীন বাংলাদেশে এভাবে আন্দোলন দমন চেষ্টার কোনো নজির নেই। কিন্তু সরকারের দমন নীতির ফলে আন্দোলনকারিরা আরও বেশি মাত্রায় ক্ষুব্ধ হয়ে ওঠে। সাধারণ মানুষের সহানুভূতি বর্ষিত হয় আন্দোলনকারিদের প্রতি। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন, সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয় এবং দলমত নির্বিশেষে সব মানুষ আন্দোলনে সামিল হয়। শেখ হাসিনা কথায় কথায় বলতেন, ‘হাসিনা পালায় না।’ কিন্তু তার সেই অহংবোধ বেশি দিন স্থায়ী হয়নি। এক পর্যায়ে জীবন বাঁচানোর জন্য শেখ হাসিনা তার বোনসহ ভারতে পালাতে বাধ্য হন। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার মতো নির্মম-নিষ্ঠুর স্বৈরাচারের যেমন জন্ম হয়নি, তেমনি তার মতো রাজ্যহারা হয়ে কাউকে পালিয়ে যেতে হয়নি। বাংলার ইতিহাসে দু’জন শাসক শত্রু মোকাবিলায় যুদ্ধ ক্ষেত্রে শত্রুর মোকাবিলা না করেই প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছেন। এদের মধ্যে একজন হচ্ছেন মধ্যযুগীয় শাসক লক্ষ্মণ সেন এবং অন্যজন শেখ হাসিনা। শেখ হাসিনা যদি নির্বাচনব্যবস্থাকে ধ্বংস না করতেন এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার না চালাতেন তাহলে তার পরিণতি হয়তো এমন করুণ এবং লজ্জাজনক হতো না। বাংলাদেশে এর আগেও একাধিকবার আন্দোলনের মুখে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু কোনো সরকার প্রধানকেই পালিয়ে দেশ ত্যাগ করতে হয়নি। গণ-আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আগামীতে আমাদের দেশের রাজনীতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে।

কোনো দেশের সরকার যখন হৃদয়হীন ও গণবিরোধী হয়ে উঠে হীন স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে সাধারণ মানুষের অধিকার হরণ করে তখন গণবিস্ফোরণ ঘটে। গত বছর জুলাই-আগস্টে আমরা সেই বিষয়টিই প্রত্যক্ষ করি। পদে পদে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলো নির্মম নির্যাতনের শিকার হয়ে কোণঠাসা হয়ে পড়েছিল। তাই তারা আন্তরিকভাবে শেখ হাসিনার পতন কামনা করেছিল। শিক্ষার্থীদের আত্ম-উৎসর্গকারি আন্দোলন সফলতা অর্জন করে। বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করে।

আজ ৫ আগস্ট ছাত্র-জনতার সফল আন্দোলনের এক বছর পূর্তি হলো। অন্তর্বর্তী সরকার এক বছর ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এখন তাদের কাজের প্রাথমিক মূল্যায়নের সময় এসেছে। কারণ, এক বছর অনির্বাচিত সরকারের জন্য খুব কম সময় নয়।

আওয়ামী লীগের হাতে দেশের মানুষের অধিকার এবং নির্বাচনিব্যবস্থা নিরাপদ নয়, এটা বারবার প্রমাণিত হয়েছে। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব দল বিলুপ্ত করে বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান পারিবারিক শাসন কায়েমের যে উদ্যোগ নিয়েছিলেন, তার মেয়ে হাসিনা তার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের মাধ্যমে তাকে পূর্ণতা দিয়েছিলেন। একজন নারী যে কতটা নির্মম ও নিষ্ঠুর হতে পারে তা শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনকাল প্রত্যক্ষ করলেই অনুধাবন করা যায়। গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নিষ্ঠুর স্বৈরশাসন কায়েমের পরিণতি কী হতে পারে শেখ হাসিনা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল সব ধরনের বৈষম্য নিরসন করা। বৈষম্য নিরসন করতে হলে এমন একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে, যারা গণ-আকাঙ্ক্ষার প্রতি আন্তরিক এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম।

কিছু সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাই একমাত্র পথ, যা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে। এ মুহূর্তে তত্ত্বাবধায়কব্যবস্থার উপযুক্ত বিকল্প গ্রহণযোগ্য কোনো পদ্ধতি আমাদের সামনে নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত একটি সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার আশঙ্কা কম থাকে। কারণ কোনো সরকার যদি জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নির্বাচনে দলটির বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বাংলাদেশে এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার কোনোটিতেই একটি রাজনৈতিক দল পরপর দু’বার সরকার গঠন করতে পারেনি। ক্ষমতা হারানোর ভয় রাজনৈতিক দলগুলোকে সহনশীল হতে বাধ্য করে। আদালতের নির্দেশের পর এখন মোটামুটি নিশ্চিত হয়েছে যে, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত সরকার আমলে নির্বাচনব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্ঠিত হলে, নির্বাচনব্যবস্থা আবারো সুষ্ঠু ধারায় ফিরে আসবে এটা প্রত্যাশা করা যায়। জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে।

প্রত্যেকবার গণ-আন্দোলনের মুখে সরকার পরিবর্তিত হওয়ার পর সাধারণ মানুষের মনে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। এবারও তার কোনো ব্যত্যয় ঘটেনি। গত বছর যে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটে, তার তার প্রেক্ষাপট এবং ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। আর যে কারণে মানুষের মনে সৃষ্ট আকাঙ্ক্ষাও অত্যন্ত দৃঢ়। তারা মনে করছেন, এবার নিশ্চয়ই তাদের হতাশ হতে হবে না। প্রত্যাশা পূরণ হবে। গত বছরের ছাত্র-জনতার সফল গণ-আন্দোলনের মাধ্যমে দেশে এক ধরনের পুনর্জাগরণ (রেনেসাঁ) সৃষ্টি হয়েছে। সৃষ্ট রেনেসাঁর লক্ষণ আগেই ফুটে উঠেছিল। জুলাই গণ-আন্দোলনের প্রায় ৬ মাস আগেই আমি এদেশে রেনেসাঁ ঘটতে যাচ্ছে তার ইঙ্গিত দিয়েছিলাম।

অন্তর্বর্তী সরকার এর মধ্যেই এক বছর পার করেছে। কিন্তু তারা দৃশ্যমান কোনো উন্নতি অর্জন করতে পারেনি। পারেনি কোনো মৌলিক পরিবর্তন সাধন করতে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সাফল্য অর্জিত হলেও তা জনপ্রত্যাশা পূরণের জন্য পর্যাপ্ত নয়।

অন্তর্বর্তী সরকারের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি রোধ করা একটি কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সরকারকে কিছু ইস্যুতে আশু দৃষ্টি দিতে হবে। বিশেষ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দিতে হবে। প্রতিবার গণ-আন্দোলনের পর কয়েকদিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অস্থিতিশীল থাকলেও অচিরেই তা স্বাভাবিক হয়ে আসে। কিন্তু এবার তার ব্যত্যয় লক্ষ করা যাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। হত্যাকাণ্ড হচ্ছে। চুরি-ডাকাতি বেড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের সৃষ্টি করেছে মব কালচার। বিভিন্ন স্থানে এক শ্রেণির লোক সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণ চালিয়ে মানুষ হত্যা করছে। আইন প্রয়োগকারি সংস্থার এক শ্রেণির সদস্য দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটছে তা স্বাভাবিক বলে মনে করার কোনো কারণ নেই। এর পেছনে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের ইন্ধন থাকাটাই স্বাভাবিক। ইতোমধ্যেই তার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তাই বিষয় খতিয়ে দেখে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের যে সব সদস্য দায়িত্ব পালনে অনীহা প্রকাশ অথবা গাফিলতি করছে, তাদের চিহ্নিত করে চাকরিচ্যুৎকরণসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিগত সরকার আমলের সাড়ে ১৫ বছর সময়কালে ব্যাপক মাত্রায় দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিটি প্রতিষ্ঠানের চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট করে ফেলা হয়েছে। যারা বিগত সরকারের বিশেষ আনুকূলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চাকরি অর্জন করেছেন, তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত থেকে দলীয় কর্মীর মতো আচরণ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন মহল থেকে প্রায়শই আন্দোলনের নামে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। এসব আন্দোলনকে স্বাভাবিক আন্দোলন মনে করার কোনো কারণ নেই। বিগত সরকারের আনুকূল্যপ্রাপ্ত ব্যক্তিরাই এসব আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছেন বলে অনেকে মনে করছেন। সরকার যদি অযৌক্তিক ইস্যুকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন তাহলে পরিস্থিতি খুব সহসাই স্বাভাবিক হয়ে আসবে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলন। সরকার আইএমএফ’র পরামর্শ মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের উদ্যোগ নিলে প্রতিষ্ঠানটির এক শ্রেণির কর্মকর্তা তীব্র আন্দোলন গড়ে তোলে। মাসাধিককাল ধরে চলা আন্দোলনের ফলে রাজস্ব আদায় কার্যক্রম বিঘ্নিত হয়। সরকার আন্দোলনকারীদের প্রতি কোনো ধরনের অনুকম্পা প্রদর্শন না করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আন্দোলনকারী নেতাদের কয়েকজনের অর্জিত সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের উদ্যোগ নিলে আন্দোলনকারীরা পিছু হটেন। তারা আন্দোলন স্থগিত ঘোষণা করেন। আন্দোলনকারীদের অনেকেই ব্যক্তিগতভাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। যে সব প্রতিষ্ঠান অযৌক্তিক ইস্যুতে আন্দোলন করবে তাদের সবার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। রাজনৈতিক সরকারের প্রতি সাধারণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যে ভীতি থাকে অন্তর্বর্তী সরকারের প্রতি তা না থাকাই স্বাভাবিক। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করলে এসব আন্দোলন এমনিতেই বন্ধ হয়ে যাবে।

প্রচণ্ড দৃঢ় ঐক্যের মাধ্যমে শিক্ষার্থীরা প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। ছাত্র-জনতা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছে। তাদের সেই অবদান কোনোভাবেই খাটো করে দেখার অবকাশ নেই। কিন্তু তাই বলে আন্দোলনের প্রতি দেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের বিষয়টিও উপেক্ষা করা যাবে না। সম্মিলিত উদ্যোগেই স্বৈরশাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের মধ্যে যে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, গত এক বছরে তা অনেকটাই ম্লান হয়ে গেছে। বিশেষ করে একে অপারের প্রতি বিদ্বেষমূলক আচরণ ও বক্তব্যের কারণে সৃষ্ট ঐক্য অনেকটাই শিথিল হয়ে গেছে। আমরা যদি ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে তার বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার দোসররা। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের অনেকেই দেশত্যাগ করেছেন। অনেকেই আত্মগোপনে রয়েছেন। কিন্তু তাই বলে তাদের অশুভ তৎপরতা বন্ধ হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। আর আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল, যারা ধ্বংসাত্মক কাজ করে তার দায়ভার সুকৌশলে অন্যের ওপর চাপাতে অত্যন্ত দক্ষ। তাই সতর্কতার সঙ্গে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে যে ঐক্য গড়ে উঠেছে তাকে ধরে রাখতে হবে। কোনোভাবেই সেই ঐক্য নষ্ট হতে দেওয়া যাবে না। সৃষ্ট জাতীয় ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে জাতিকে চরম মূল্য দিতে হবে। মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নেই। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। তাই সময় থাকতে সবাইকে সতর্ক হতে হবে।

সমন্বয়ক এবং সরকারের কোনো কোনো অংশীজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হলে এ ধরনের অভিযোগ আসতেই থাকবে।

সংস্কার একটি দীর্ঘ মেয়াদি এবং চলমান প্রক্রিয়া। তাই তাৎক্ষণিকভাবে সব সংস্কার সম্পন্ন করতে হবে এটা ভাবা ঠিক নয়। আমাদের এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশযেন আর কোনো স্বৈরাচারী সরকারের কবলে না পড়ে। এখন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিদেধের কাছে ক্ষমতা হনস্তান্তর করা। এটা করতে ব্যর্থ হলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

আমি আশা করি, অন্তবর্তী সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করে তাদের দায়িত্ব সম্পন্ন করবেন, যার মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে।