গত বারো তেরো বছরে দেশে উন্নয়নের এক বিপ্লব ঘটেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত বারো তেরো বছরে দেশে উন্নয়নের এক বিপ্লব ঘটে গেছে। বিশাল এ পরিবর্তন শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ আমাদের সবকিছুতেই।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সুখে-শান্তিতে বসবাস করছেন। এর আগে দেশের মানুষ এত উন্নয়ন দেখেননি। তাই তারা চান আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতায় আসুক।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, আগে দেশে এরকম পাঁকা ঘর ছিল না, স্কুল পর্যন্ত কাঁচা ছিল। গ্রামের শতভাগ ঘরই মাটির ছিল। কারণ আমরা পরাধীন ছিলাম। অনেক দুঃসময় পার করে এখন স্বাচ্ছন্দ্যে আছি আমরা। এর মূল কারণ হলো আমাদের স্বাধীনতা। যে স্বাধীনতা পেতে গিয়ে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, আমাদের মা-বোনের সম্ভ্রম হারাতে হয়েছে। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। স্বাধীনতার পর আমরা ধীরে ধীরে এগুচ্ছিলাম। তবে বর্তমান সরকারের আমলে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি আমরা। গৃহহীনদের ঘরগুলো দেখলে গর্ভে বুকটা ভরে যায়। ঘর পেয়ে কতখুশি মানুষ। তাদের জীবনমান কত উন্নত হয়েছে। তারা যা কল্পনাই করতে পারেননি আজ তা বাস্তবায়ন করেছেন আমাদের প্রধানমন্ত্রী। এজন্য দেশের মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে।

মন্ত্রী আরও বলেন, একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব আমাদের জন্য। এ নির্বাচন যারা সন্দেহ করে, হতাশায় ভোগে। তারা নানাভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা চায় সরকার উচ্ছেদ করতে। তারা মানুষকে নানাভাবে ভুল বুঝায়। তাদের কি লাভ আমি জানি না। তবে দেশের মানুষের জন্য ক্ষতি। এ সরকার ক্ষমতায় থাকলে মানুষের জীবনমান উন্নয়ন হবে। মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। তাই সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সাথে থাকা।