
জ্যেষ্ঠ প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গত মার্চ ও এপ্রিল এই দুই মাসেই বজ্রপাতে ৭০ জন মানুষ নিহত হয়েছেন। গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনে ২৯ জন বজ্রপাতে মারা গেছেন। তাই আবহাওয়ার অবস্থা দেখে সাবধানে চলাফেরা করতে হবে। বজ্রপাতসহ দেশের দুর্যোগ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মার্চ ও এপ্রিল এই দুই মাসে বজ্রপাতে ৭০ জন মানুষ মারা গেছেন। তার মধ্যে গত মার্চ মাসে ১২ জন এবং এপ্রিল মাসে ৫৮ জন। মন্ত্রী বলেন, বাংলাদেশে বজ্রপাত বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। এ কারণে দেশের আটটি জেলায় বজ্রপাত রেকর্ডকরণ মেশিন বসানো হয়েছে। যেসব জেলা ও স্থানে মেশিন বসানো হয়েছে তা হলো ঢাকা, সিলেট, ময়মনসিংহ, পঞ্চগড়ের তেতুলিয়া, সাতক্ষীরার কয়রা, পটিুয়াখালী, নওগাঁর বদলগাছি। তিনি বলেন, বজ্রপাতের সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, অন্যদেরও সতর্ক রাখতে হবে। যত দ্রুত সম্ভব নিরাপদে আশ্রয় নিতে হবে। সতর্কভাবে চলাফেরা করতে হবে। সম্ভব হলে খোলা জায়গা, মাঠ থেকে দ্রুত নিরাপদে যেতে হবে। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, সামনে বর্ষা মৌসুম। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাব্য পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। যখন যেখানে যা প্রয়োজন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এ সময়ে ঝড়-তুফান হওয়াটাই স্বাভাবিক। তবে সকলকে পরিস্থিতি দেখেশুনে ঘর থেকে বের হতে হবে। দুই লাখ রোহিঙ্গা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, দুই লাখ রোহিঙ্গা পাহাড় ধসের ঝুঁকিতে আছে। এ কারণে তাদের কুতুপালং ও বালুখালীর মাঝখানে স্থানান্তর করা হচ্ছে। এ দুই লাখ রোহিঙ্গার মধ্য পরিবারের সংখ্যা ৫০ হাজার। ইতিমধ্যেই প্রায় ২৫ হাজার পরিবারের এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশের ৩৭টি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। অতি বৃষ্টি ও ভারি বৃষ্টির ফলে এ সমস্ত জেলার পরিস্থিতি অবনতি ঘটতে পারে। তাই এসব জেলার প্রশাসকদের সতর্কাবস্থায় রাখা হয়েছে- বলেও জানান মন্ত্রী।
ত্রাণমন্ত্রী বলেন, অতি বৃষ্টির ফলে নেত্রকোনা, সুনামগঞ্জ ও ময়মনসিংহসহ হাওর অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে। তাই এসব জেলার কৃষকদের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে ফেলার জন্য বলা হয়েছে। এরই মধ্যে ৮৮ শতাংশ ধান কাটা হয়ে গেছে। এবার বাম্পার ফলন হয়েছে।
দূর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি তুলে ধরে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতি জেলায় ২০০ টন চাল ও পাঁচ লাখ নগদ টাকাসহ ২০০ বান্ডিল ঢেউ টিন আপদকালীন মজুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এ সব জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া আছে। বন্যা হলে কিংবা পরিস্থিতি খারাপ হলে দুর্গতরা যাতে সেখানে আশ্রয় নিতে পারেন।
তিনি বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছি। এবার যাতে একজন মানুষও মারা না যায়, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার সচিব জাফর আহমেদ, দুর্যোগ ব্যাবস্থাপনা সচিব শাহ কামাল, কৃষি সচিব মঈন আবদুল্লাহ, স্বাস্থ্য ও শিক্ষা বিভগের সচিব ফয়েজ আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণায়ের সচিব রইসুল আলম মণ্ডল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভগের সচিব মো. আলগীর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী হোসেন, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক রিয়াজ উদ্দিন আহম্মেদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।