নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। তবে বিভিন্ন প্রকার শাকের দাম একই রকম রয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এ সব তথ্য জানা যায়।
বিভিন্ন প্রকার শাক বিক্রেতা ইকবাল জানান, শাকের দাম কমেনি বা বাড়েনি। লাল শাকের আঁটি ১০ টাকা, পুঁই শাকের আঁটি ৩০, ডাঁটা শাকের আঁটি ২০ টাকা, কচু শাকের আঁটি ৮ টাকা, পালং শাক ১৫ টাকা।
সবজি বিক্রেতা আব্দুল হান্নান বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে অন্তত ৫ টাকা করে দাম কমেছে। কাঁচ কলার হালি ২৫ থেকে ৩০ টাকা, শিম প্রতি কেজি ৮০ টাকা, মূলা ৪০ টাকা, গাজর ৮০ টাকা, বাধাকপি এক পিস ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, টমেটো ৮০ টাকা করে বিক্রি হচ্ছে।
লাউয়ের পিস ৪০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়ার পিস ২৫ থেকে ৩০ টাকা। তবে আকার হিসেবে আরো বেশিও আছে। লম্বা বেগুন ৬০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকা কেজি।
এ ছাড়া করোলার কেজি ৬০ টাকা, উচ্ছের কেজি ৬০ টাকা, পটল ৫০ টাকা, কচুর লতির আঁটি ৩০ থেকে ৫০ টাকা, বরবটির কেজি ৮০ টাকা।