গনেশ পূজা করে সাইফ কড়া বিতর্কের মুখে

হিন্দু ধর্মানুসারীদের সবার ঘর ই সেজে উঠেছে গনেশ চতুর্থীএর পূজায়। আর এ উপলক্ষে সেজে উঠেছে ভারতের মুম্বাই শহর।
সবার ঘরেই অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব বাদ জাননি কোনো বলিউড তারকা। প্রতি বছরের মতো নিয়ম করে এবারও তারকাদের ঘরে হচ্ছে উদযাপন করা হচ্ছে গণেশ পূজা, যাতে সামিল হয়েছেন পরিবারের সকলে।

বলিউডের তারকা দম্পতি, সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে গণেশ পূজা পালন করা হয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার শিকার হয়েছেন সাইফ। তাতে দেখা যায় অভিনেতা সাইফ ও গনেশ এর কাছে মাথানত করে দাঁড়িয়ে আছে। আর তার পর থেকেই কড়া বিতর্কের সামনে হাজির হতে হয়েছে তাকে।

অনেকেই প্রশ্ন করেছেন, ‘মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন?’ অনেকেই সমালোচনা করলেও অনেককে সাইফের পক্ষে কথা বলতেও দেখা গিয়েছে।

এছাড়া কারিনার শেয়ার করা ছবিতে দেখা গেছে, করজোরে সাইফ এবং তার বড় ছেলে তৈমুর আলি খান গণেশ বন্দনা করছেন। পাশ থেকে পরামর্শ দিচ্ছেন কারিনা। তবে তারকা দম্পতির ছোট ছেলে জাহাঙ্গীরকে দেখা যায়নি গনেশ উৎসবে।

তাছাড়া এর আগেও সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানকে নিয়ে বহুবার ট্রোলড হয়েছে। যা নিয়ে খুবই মর্মাহত সাইফ-কারিনা। বড় ছেলের তৈমুর আলি খানের নামকরণের পর, সোশ্যাল মিডিয়ায় তাদের দু’জনকেই তীব্রভাবে সমালোচনার মুখোমুখি পড়তে হয়েছিল। সম্প্রতি আবারও তাদের ছোট ছেলের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাইফ-কারিনার ছোট ছেলের নাম জাহাঙ্গীর রাখার পর থেকেই সেই বিতর্ক শুরু হয়েছে। অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।