গফরগাঁওয়ের ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

মাহবুব রহমান: ময়মনসিংহের গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গোলাম সারোয়ার সালমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া মোড়ে। খবর পেয়ে গফরগাঁও সার্কেলের এডিশনাল এসপি রায়হানুল ইসলামের নেতৃত্বে ওসি তদন্ত তারিকুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সুত্রে জানা যায়

শনিবার বিকেলে ছাত্রলীগ নেতা সালমান তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে গফরগাঁও সদর থেকে বীরবখুরা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এসময় পুর্ব শত্রুতার জেরধরে  উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া মোড়ে  সালমান ও সোহাগ তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির একপর্যায়ে শুরু হয়

সংঘর্ষ, সেই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ছাত্রলীগ সভাপতি সালমান। এসময় ক্ষুদ্ধ ছাত্রলীগ নেতারা সোহাগকেও গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সানিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে ছাত্রলীগ সভাপতি

গোলাম সারোয়ার সালমানের অবস্থা আংকাজনক বলে জানা গেছে। গফরগাঁও থানার ওসি তদন্ত তারিকুজ্জামান বলেন দুই পক্ষের সংঘর্ষে এক পক্ষের ছাত্রলীগ সভাপতি সালমানি অপর পক্ষের সোহাগ দুইজনই গুরুতর আহত, দুইজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার অভিযোগ পেলে দু’পক্ষের মামলা নেয়া হবে।