গফরগাঁওয়ে পলাতক আসামী গ্রেপ্তার

মাহবুব রহমান ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে দীর্ঘদিন যাবত পলাতক আসামী নূর হোসেনকে (২৮) গ্রেপ্তার করে গফরগাঁও থানা পুলিশ
২০১৪ সালে সালিশ বৈঠকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামী দীর্ঘদিন যাবত পলাতক নূর হোসেনকে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানার উপ পরিদর্শক সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ।
নূর হোসেনের বাড়ি চরআলগী ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামে। এছাড়াও একই দিনে পুলিশের ওয়ারেন্টভূক্ত আসামী চরআলগী মড়লপাড়া গ্রামের শাহজাহান ও আঃ ছামাদকে গ্রেপ্তার করে পুলিশ।
গফরগাঁও থানার উপ পরিদর্শক সুমন মিয়া জানান, হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তারকৃত তিন আসামীকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।